কালো ধুতরা গাছের শিকড়ের উপকারিতা

কালো ধুতরা

কালো ধুতরা এমন একটি গাছ যে,মানুষের জীবনের পক্ষে খুবই উপকারী।মানুষের বিভিন্ন সমস্যার সমাধানকে ত্বরাণ্বীত করতে এটি বিশেষ ভুমিকা পালন করে।এই কালো ধুতরা আমাদের বাড়ির আশেপাশে দেখা যায়।কিন্তু একটি নগন্ন গাছ বলে আমরা একে গুরুত্ব দেইনা।ধুতরা গাছ একটি ভেষজ উদ্ভিদ।ধুতরার বৈজ্ঞানিক নাম- Datura metel .এটি বিষাক্ত প্রজাতির উদ্ভিদ।ঝোপে-ঝাড়ে রাস্তার ধারে এই গাছের দেখা মিলে।ভেষজ চিকিৎসায় এই গাছ ব্যবহার করা হয়।এইগাছের ফুল,পাতা,ফল,ডাল,শিকড় সব কিছু থেকে মানুষের প্রয়োজনীয় ঔষুধ তৈরি করা হয়।
কলার-খোসা-দিয়ে-রূপচর্চা

পোস্ট সূচিপত্রঃ কালো ধুতরা গাছের ও শিকরের উপকারিতা ও অপকারিতা

কালো ধুতরার উপকারিতাঃ

কালো ধুতরা বিষাক্ত উদ্ভিদ হলেও এর উপকারিতা অনেক।শ্বাসকষ্ট কমানোর জন্য এ গাছের পাতা,ফুল ও ফল খুবই উপকারী।বাতের ব্যাথা কমাতে এর পাতার রস সরিষার তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে বাত ব্যাথা কমে যায়।যাদের মাথার চুল পড়ে যায় ,টাক হয়ে যায় তাদের এই টাকের সমস্যার সমাধানের জন্য ধুতরা উপকারী।এছাড়াও ধুতরা গাছের মাধ্যমে যৌনশক্তি সমস্যা সমাধান করা যায়।

কালো ধুতরার শিকড়ের উপকারিতাঃ

ধুতরা গাছের শিকড়ের অনেক উপকারিতা আছে।ধুতরা গাছের শিকড় চিকিৎসা ক্ষেত্রে উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়।এই গাছের শিকড় শুকিয়ে হাতের কনুইয়ে বাধলে মানুষের শারীরিক সমস্যার সমাধান হয়।অনেকে মনে করেন ধুতরা গাছ আর্থিক সমস্যার সমাধান করে।ধুতরা গাছের শিকড় ব্যবহার করে শারীরিক দূর্বলতা দূর করা যায়।এছাড়াও দাঁতের ব্যাথার জন্য ধুতরার শিকড় ব্যবহার করলে উপযোগী ফল পাওয়া যায়।আমরা জানি কুকুরের কামড়ের ফলে জ্বলাত্নঙ্ক রোগ হয়।কালো ধুতরা গাছের এক থেকে হাফ গ্রাম শিকড় এবং পূর্ননবা নামের আরেকটি ভেষজ গাছের পাঁচ গ্রাম শিকড়ের সাথে বেটে ঠান্ডা পানি অথবা ঠান্ডা দুধের সাথে খাওয়ালে জলাতঙ্ক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

ধুতরার অপকারিতাঃ

ধুতরা গাছ আমাদের দেশে কমবেশি সবার কাছে পরিচিত।তবে ধুতরা গাছের উপকারের পাশাপাশি অপকারিতা ও অনেক।কারণ এটি পুরোটাই বিষাক্ত উদ্ভিদ ।ধুতরার পাতা,ফুলের রস,ফল খুবই বিষাক্ত।এসব খেলে মানুষ ও পশুপাখির মৃত্যু পর্যন্ত হয়।প্রতিবছর ধুতরার বিষে অনেক মানুষ আক্রান্ত হয়ে থাকে।

সাবধানতাঃ

যেহেতু ধুতরা একটি বিষাক্ত উদ্ভিদ তাই এর থেকে আমাদের সাবধান থাকা উচিৎ।চিকিৎসকের পরামর্শ ছাড়া এর ব্যবহার খুবই বিপদজনক। সুতরাং আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধুতরা গাছের ব্যবহার করবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Ontech24 blog এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url