বন্যপ্রাণী সংরক্ষণের ১০টি উপায়
বন্যপ্রাণী প্রতিটা দেশের প্রাকৃতিক সম্পদ,তেমনি আমাদের দেশেরও।বাংলাদেশে অসংখ্য প্রজাতির বন্যপ্রাণীর বসবাস।সেই আদিম যুগ থেকে এই বন্যপ্রাণী আমাদের পরিবেশ রক্ষা করে আসছে।আমরা মানুষ আদিম যুগ কাটিয়ে সভ্য যুগে পরিনত হয়েছি বটে কিন্তু আমাদের মাঝে এখনও সভ্যতার পুরো ছোঁয়া লাগেনি বলে আজ বন্যপ্রাণীকূল বিলুপ্তির পথে।এছাড়াও প্রাকৃতিক নানা কারনেও আমাদের দেশে বন্যপ্রাণী বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে।আমাদের এক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য বন্যেরা বনে শান্তিতে বসবাস করতে পারে না।
তাদের বেঁচে থাকা এবং বেঁচে থেকে বনের পরিবেশ রক্ষা করা দুর্বিসহ হয়ে পড়েছে।সমাজের এই শ্রেণীর মানুষদের বিভিন্ন জায়গায় বনখেকো বলেও চিহ্নিত করা হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই মানুষ গুলোর জন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু করা হয়েছে।জীববৈচিত্র রক্ষার জন্য বন রক্ষা করা অত্যন্ত জরুরী।আমাদের দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারনে বনাঞ্চল,পশুপাখি অনেকটাই হ্রাস পেয়েছে।তবুও এই দেশ তার সর্বত্র দিয়ে বিপদগ্রস্থ বন্যপ্রাণীদের আশ্রয় দিয়ে আসছে।তাদের হেফাজত করে আসছে।
আমরা জানি আমাদের দেশ দক্ষিন এশিয়ার অন্যতম সবুজ শ্যামল দেশ।আমাদের আছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন,পার্বত্য চট্রগ্রাম,হাওড়-বাঁওড়,খাল-বিল,নদী-নালা ও জলাশয়।যেখানে রয়েছে হাজারো প্রজাতির পশু-পাখি,সরিসৃপ ও বন্যপ্রাণীর আবাসস্থল।নিম্নে এসব বন্যপ্রাণী সংরক্ষণের ১০টি উপায় আলোচনা করা হল।
Ontech24 blog এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url