এককালীন নাকের মরা চামড়া দূর

মানুষের ত্বক এমন একটা সৃষ্টি যা সারাজীবন ধরে রাখা সম্ভব না। কিন্তু কে না চাই তার ত্বক উজ্জ্বল থাকুক,বয়সের ছাপ না বোঝা যাক? সবাই চাই,বিশেষ করে মেয়েরা তাদের ত্বক নিয়ে বেশি সিরিয়াস থাকে। ব্লগের টাইটেল দেখে আপনারা নিশ্চয় বুঝে গেছেন আজকে আপনাদের নাক ও মুখের যত্ন খুব সহজে কিভাবে নিবেন তাই শেখাবো। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে নারিকেল তেল ব্যবহার করে মুখের ত্বক নরম,মোলায়েম এবং ধবধবে ফর্সা করে তুলবেন।


নারিকেল তেল আমাদের ত্বককে ফর্সা তো করে তোলেই এবং সেই সঙ্গে আমাদের মুখের এর সব ধরনের দাগ,মরা চামড়া তুলে ফেলে। আজকে আপনাদের বলে দেবো কিভাবে নারিকেল তেল ত্বকে ব্যবহার করবেন এবং কিভাবে এই ফর্মুলাটা তৈরি করবেন। সুতরাং ত্বক সুন্দর রাখতে পুরোটা পড়ুন।

পোষ্ট সূচিপত্রঃ এককালীন নাকের মরা চামড়া দূর ও ত্বক উজ্জল করার নিয়ম 

নাকের মরা চামড়া দূর করে

নাকে মরা চামড়া এইটা আমাদের অনেকের একটা বিশেষ সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বাজারের কতোই না প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা দূর করা সম্ভব। এইটা আমাদের অনেকের অজানা। প্রতিদিন এক টুকরো টিস্যুতে দুই,তিন ফোঁটা নারিকেল তেল নিয়ে নাকে ভালো করে মালিশ করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়।

ত্বকে ভাঁজ পড়তে দেয় না

বয়স বাড়লে ত্বকে ভাঁজ পড়বে এটাই স্বাভাবিক। আমরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ক্রিম,প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু এই প্রসাধনী আমাদের সাময়িক সমাধান দিলেও পরবর্তীতে পার্শ প্রতিক্রিয়া দেখা দেয়। যার জন্য আমাদের ত্বক নষ্ট হয়ে যায়। এর সমাধানের জন্য আমরা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারি। শুধু মাত্র সামান্য নারিকেল তেল এর সাথে চিনি মিশিয়ে প্রতিদিন রাতে মুখে লাগালে ত্বকের ভাঁজ দূর করা সম্ভব এবং আপনার ত্বক মসৃণ করে তুলবে।

মুখ ধবধবে ফর্সা করে

যাদের মুখ শুস্ক,কালচে ভাব থাকে তাদের জন্য এই নারিকেল তেল খুবই উপকারি। মুখের কালচে দাগ,অনুজ্জ্বল থাকলে নারিকেল তেল এর ব্যবহারে মুখ ফর্সা আর উজ্জ্বল করে। নিয়মিত প্রতিদিন নারিকেল তেল আর সামান্য চিনির মিশ্রনে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ভালো করে এই মিশ্রন রাতে সারা মুখে লাগিয়ে সকালে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এই  ভাবে কিছুদিন ব্যবহার করলে আপনার মুখ উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে।

ত্বক নরম ও মোলায়েম রাখে

নারিকেল তেল আমাদের ত্বককে নরম এবং মোলায়েম রাখে। আমরা সকলেই জানি সাবান বা ফেসওয়াস দিয়ে মুখ ধোয়ার পরে ত্বক খসখসে হয়ে যায়। সকালে আপনি ভালো করে সাবান বা ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে মুখটা শুকিয়ে নিবেন। তারপর সামান্য টিস্যুতে কয়েক ফোঁটা নারিকেল তেল নিয়ে মুখে মালিশ করবেন। এইভাবে কয়েকদিন করলে আপনার ত্বক নরম ও মোলায়েম হয়ে যাবে।

মুখের ত্বক ন্যাচারাল রাখে

মুখের ত্বকের যত্নে আমরা কতই না ক্রিম ব্যবহার করি। কেও ফর্সা হওয়ার জন্য আবার কেও ন্যাচারাল রাখার জন্য। কিন্তু এই ক্রিম বা প্রসাধনী আমাদের ত্বকের সাময়িক সমাধান দিলেও এর পার্শ প্রতিক্রিয়া পরে বুঝতে পারা যায়। কিন্তু আপনি আপনার হাতের নাগালে থাকা নারিকেল তেল ব্যবহার করে আপনার ত্বক ন্যাচারাল রাখতে পারবেন। সামান্য কয়েক ফোঁটা নারিকেল তেল টিস্যুতে লাগিয়ে ভালোমতো ম্যাসাজ করলে আপনার ত্বক কখনই নষ্ট হবে না, একদম ন্যাচারাল থাকবে।

ত্বকের যে কোনো কালো দাগ দূর করে

নারিকেল তেল রাতে শোয়ার আগে ভালো করে মুখের ত্বকে মালিশ করলে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি ত্বকের কালো দাগ দূর করে।

চোখের নিচের কালো দাগ দূর করে

আমাদের মধ্যে অনেকের রাত জাগার অভ্যাস আছে। কেউ রাত জেগে পড়াশোনা করতে করতে চোখের নিচে কালো দাগ ফেলে দেয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় নারিকেল তেল।

ঠোঁট ফাটা দূর করে

শুষ্ক মৌসুমে আমাদের ঠোঁট মসৃণ হয়ে যায়,অনেকের ফেটেও যায়। প্রতিদিন রাতে শোয়ার সময় ঠোঁটে নারিকেল তেল দিলে দিনের বেলা আপনার ঠোঁট মোলায়েম ও নরম থাকবে।

শেষ কথা

আমরা আমাদের হাতের নাগালে থাকা ঘরোয়া পদ্ধতি না ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করি। কিন্তু এতে আমাদের সাময়িক সমস্যা দূর হলেও পরবর্তিতে পার্শপ্রতিক্রিয়া দেখা দেয়। তাই প্রাকৃতিক উপায়ে সব সমস্যার সমাধান করাই শ্রেও।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Ontech24 blog এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url