টুথপেষ্ট দিয়ে প্রেগন্যান্সি টেস্ট

প্রেগন্যান্সি পরিক্ষা করার জন্য টুটপেস্ট ব্যবহার করা একটা ঘরোয়া পদ্ধতি যা কিছু লোক দাবি করে এটি প্রেগন্যান্সি ইঙ্গিত দিতে পারে। তবে এটি মনে রাখা জরুরী যে এই পদ্ধতিটি বৈজ্ঞানিকভাবে প্রমানিত নয়। মেডিকেল প্রেগন্যান্সি তুলনায় এর নির্ভরযোগ্যতা কম। তবুও আপনি তথ্যের উদ্দেশ্যে এই পদ্ধতি প্রয়োগ করতে আগ্রহী হন তাহলে আজকের এই পোষ্ট আপনার জন্য। নিচে কিভাবে এই পদ্ধতি প্রয়োগ করবেন তার বিস্তারিত আলোচনা করা হলো।


প্রয়োজনীয় উপকরণঃ

  1. টুথপেষ্ট
  2. কন্টেইনার
  3. প্রসাবের নমুনা 

পোষ্ট সূচিপত্রঃ টুথপেস্ট দিয়ে প্রেগন্যান্সি টেস্ট

উপকরণ সংগ্রহ

টেস্ট শুরু করার আগে আপনাকে আপনার প্রয়োজনীয় উপকরন হাতের নাগালে রাখতে হবে এবং আপনি যেই যায়গায় টেস্ট করবেন তা পরিষ্কার জায়গা হতে হবে।

প্রসাবের নমুনা সংগ্রহ

প্রথমে আপনি যে কন্টেইনার নিলেন তা পরিষ্কার হতে হবে। আপনার সকালের প্রথম প্রসাব থেকে কিছু কন্টেইনার এ সংগ্রহ করুন। এই নমুনাটি সাধারণত প্রেগন্যান্সি পরিক্ষার জন্য সুপারিশ করা হয় কারণ এতে হরমণের সর্বোচ্চ ঘনত্ব থাকে,যা প্রেগন্যান্সির ইঙ্গিত দেয়। 

টুথপেষ্ট প্রস্তুত

আপনার পরিষ্কার কন্টেইনার এ সাদা টুথপেষ্ট (এক টেবিল চামচ) চেপে নিন। মনে রাখবেন টুথপেষ্ট অবশ্যই সাদা হতে হবে।

আরও পড়ুনঃ এককালীন নাকের চামড়া দূর

প্রসাব যোগ

এখন টুথপেস্ট এর সাথে একই পরিমান সকালের প্রথম প্রসাবটি যোগ করুন। ভালো ফলাফল এর জন্য অথবা রিয়েকশান দেখার জন্য ধীরে ধীরে প্রসাবটি যোগ করবেন।

সুন্দর করে মিশ্রণ

টুথপেস্ট এর সাথে মেশানো প্রসাব ধীরে ধীরে একটি পরিষ্কার কাঠির সাহায্যে নাড়তে হবে। যতোক্ষণ না পুরো ভালোমত মিক্স হচ্ছে ততক্ষণ আলতো করে নাড়োতে হবে।

প্রতিক্রিয়া পর্যবেক্ষণ

মিশ্রণের পরে পরিবর্তনের জন্য প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। কিছু লোক মনে করে যে,যদি মিশ্রণটি নীল বা ফেনাযুক্ত হয়ে যায় তবে এটি একটি ইতিবাচক প্রেগন্যান্সির আভাস দেয়। যদিও কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেতিবাচক ফলাফলের আভাস দেয় না।

একটু অপেক্ষা

এবার মিশ্রণটিকে কিছুক্ষন রেখে দিন। ভালো ফলাফলের জন্য ৫-১০ মিনিট অপেক্ষা করলে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে।

ইতিবাচক ফলাফল

যদি মিশ্রণটি রঙ পরিবর্তন করে যেমন নীল হয়ে যাওয়া অথবা বুদবুদ তৈরি করে তাহলে এটিকে ইতিবাচক ফলাফল হিসেবে ধরে নেওয়া যেতে পারে যা প্রেগন্যান্সির ইঙ্গিত প্রদান করে।

নেতিবাচক ফলাফল

আর যদি মিশ্রণে কোনও পরিবর্তন না দেখা যায় তাহলে এটি নেতিবাচক ফলাফল নির্দেশ করে।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Ontech24 blog এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url