চালের গুঁড়া ও মসুর ডালের ফেসপ্যাক

 

চালের গুঁড়ো ও মসুর ডালের গুঁড়ো ফেসপ্যাক ত্বকের জন্য প্রাকৃতিক এবং কার্যকরী। ত্বকের যত্নে চাল এবং মসুর ডালের গুঁড়ো উপকারী বৈশিষ্ট ও গুনে ভরপুর। ঘরে তৈরি ফেসপ্যাক ত্বকের সাস্থ্য বৃদ্ধি করে,ত্বকের রঙ উজ্জ্বল করে এবং ত্বকের গঠন উন্নত করে। চাল ও মসুর ডাল উভয়ই ত্বকের সৌন্দর্যের জন্য যুগের পর যুগ ধরে বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার হয়ে আসছে।


চালের গুঁড়ো ত্বককে উজ্জ্বল করার ক্ষমতার জন্য সুপরিচিত। তেমনই মসুর ডাল ভিটামিন,প্রোটিন ও ক্ষনিজ পদার্থের উৎস যা ত্বককে পুষ্টি যোগায়। চাল ও মসুর ডালের ফেসপ্যাক ত্বকের মৃত কোষ অপসারন করে। চালের গুঁড়ো ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব শোষণ করে যা তৈলাক্ত বা ব্রণ নিরাময়ে ত্বকের জন্য বিশেষ উপকারী। এদিকে মসুর ডাল ত্বকের কালো দাগ হালকা করে এতে ত্বক হয়ে উঠে আরও উজ্জ্বল।

পোষ্ট সুচিপত্রঃ চালের গুঁড়ো ও মসুর ডালের ফেসপ্যাক বানানোর নিয়ম ও ব্যবহার

উপকরণ সংগ্রহ করুন

এই ফেসপ্যাক বানানোর জন্য চালের গুঁড়ো,মসুর ডালের গুঁড়ো,পরিষ্কার পাত্র এবং পানির প্রয়োজন। আর এসব উপকরণ সবার ঘরেই থাকে কমবেশি।

মসুর ডাল পিষে নিন

আমাদের ঘরে সাধারণত মসুর ডাল না পিষা অবস্থাতেই থাকে। আপনাদের ঘরে যদি মসুর ডালের গুঁড়ো না থাকে তাহলে ব্লিন্ডার অথবা ফুড প্রসেসর ব্যবহার করে ভালোমতো পিষে নিন। যতক্ষন না মিহিভাবে মালিশ হচ্ছে ততোক্ষণ পিষে নিন।

শুকনো উপকরণগুলি মিশিয়ে নিন

একটি পাত্রে ২ টেবিল চামচ চালের গুঁড়ো এবং ২ টেবিল চামচ মসুর ডালের গুঁড়ো মিশিয়ে নিন।

ভেজা উপকরণগুলি যোগ করুন

যদি আপনি আরও ভালো ফলাফল পেতে চান তাহলে মিশ্রণে ১ টেবিল চামচ দই আর ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এসব না ব্যবহার করলেও সমস্যা নাই।

সঠিক ধারাবাহিকতা বজায় রাখুন

আপনাকে মনে রাখতে হবে এই মিশ্রণটি পেষ্ট জাতীয় হবে। তাই পরিমান মতো পানি দিয়ে মিশ্রণটি ভালোমতো মিশিয়ে নিন যতক্ষণ না পেষ্ট আকার ধারন করছে।

মুখ পরিষ্কার করুন

ত্বকের ময়লা দূর করার জন্য মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন যাতে পেষ্ট লাগানোর জন্য আপনার মুখ প্রস্তুত থাকে।

প্রয়োগ করুন

পেষ্টটি লাগানোর জন্য আপনি ব্রাশ অথবা আপনার আঙ্গুল ব্যবহার করতে পারেন। চোখের জায়গা এড়িয়ে সারা মুখে এবং ঘাড়ে ভালোভাবে আপনার বানানো পেষ্টটি লাগান।

সময় নির্ধারণ করুন

আপনার প্রয়োগকৃত মাস্কটি ২০-৩০ মিনিট রেখে দিন অথবা যতক্ষণ না শুকাবে ততোক্ষণ রেখে দিন।

ধুয়ে ফেলুন

যখন আপনার মনে হবে মুখে লাগানো মাস্কটি শক্ত হয়ে গেছে তখন হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং হালকা করে ম্যাসাজ করুন।

ময়শ্চারাইজ

আপনার ত্বক শুকানোর পর ভালো ফলাফলের জন্য আপনার পছন্দের ময়েশ্চাইজার লাগান।

শেষকথা

সর্বোত্তম ফলাফলের জন্য আপনার ত্বকের ধরণ এবং আপনার চাহিদা অনুযায়ী সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাকটি লাগান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Ontech24 blog এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url